প্রকৃতিই আমার ঘর

বলতে পারিস ঘরের আমার কি দরকার ?
Image may contain: mountain, sky, cloud, outdoor and natureদুই পাহাড় হবে ঘরের দুই দেওয়াল ,
আর ওপরের টুকরো টুকরো মেঘ দিয়ে
বানাবো ঘরের ছাদ।
কিন্তু মেঘ, বৃষ্টি নিয়ে আসিস অঝোরে
ঠিক আমার চানের সময়ে ,
শীতের রাত্রে কাঁপবো যখন ঠনঠন করে,
মেঘ তুই আমায় কম্বলের মতো করে দিস ঢাকিয়ে।
গরমের তো চিন্তায় আর রইলো না -
দুই পাহাড়- সূর্যালোক কে ঢুকতে দিলে -তবে না ?
বেঁচে তো গেলাম গরম আর শীতের প্রকোপ থেকে
প্রকৃতির কোলে মাথা গুঁজে।
কিন্তু মেঘ অবাধ্য হোস না যেন -
চানের সময় ছাড়া রাতদুপুরে আবার বৃষ্টি আনিস না যেন।

অবাধ্য যদি হয়েই যাস,
বড্ডো মুশকিল এ যদি আমায় ফেলেই দিস,
কেমনে রে বাঁচাবো নিজেকে;
কেমন করে রে ঠাঁই নেবো অন্য কোথাও তোকে ছেড়ে !
ইট,বালি ,সিমেন্ট এর ঘরে
তোকে যে পাই না কাছে এমনটা করে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে