পোস্টগুলি

জানুয়ারী, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বপ্নে বাঁধানো ঘর

জানো ?স্বপ্নে আমি কত্তো গেছি , পাহাড়ে-জঙ্গলে, নদীর স্রোতে গা ভাসিয়েছি। আমার সেই দুই পাহাড় ,আর মধ্যখানে সেই নদী, আমার সেই স্বপ্নে বাঁধানো ঘর আজ কোথায় কি জানি ? আজো ইচ্ছে করে, সব কিছু ছেড়ে - যাই চলে ডানা মেলে, আমার ওই স্বপ্নে বাঁধানো ঘরে।

সময়ের সাথে ঝগড়া

ইচ্ছে করে সময় কে বলি -উল্টোপথে চলতে এক ঝটকায় পৌঁছে যাবো আমার ছোট্টবেলা তে। ফিরে পাবো আমার হারানো বোন টাকে আর পাওয়া মাত্রই আমার মায়ার বাঁধনে আটকে রাখবো তাকে তারপর সময় কে বলবো- এবার তুই চল সামনের দিকে তারপর না হয় আমি একটু একটু করে বড়ো হবো বোনের হাত ধরে। সময় বলবে -তুই বড্ডো চালাকি করলি কিন্তু আমি বলবো -এতে তোর নতুন অভিজ্ঞতা হবে কিন্তু ব্যাস সময় আর আমার ঝগড়া বেশ জমবে আর যাই হোক আমি জানি সময় ই জিতবে। আচ্ছা সময় -একবার আমাকে জিতিয়ে দে না - বারে বারে আমায় হারিয়ে দিস না। আমি একবার শুধু বোনটাকে হাত ধরে টেনে আনবো যমরাজের থেকে খুব সযতনে লুকিয়ে রাখবো। সময় - একটিবার আমার কথা শোন্ পুরানো জিনিস দেখে ভালো হবে তোর ও মন।

জোজো

যদি আমি বাচ্চাই থাকতাম জোজো এর মতো জঙ্গলে ঘুরতাম বাঘের সাথে বন্ধুত্ব করতাম সত্যিই কি বাঘ আর আমি একসাথে থাকতে পারতাম ? জোজোর মতো আমিও যেতাম জেঠুর বাড়ি, ননী আর শিবু কে নিয়ে জঙ্গলে দিতাম পাড়ি। কিন্তু আমার তো কেও ছিল না  জঙ্গলে - তাহলে কাদের সাথে যেতাম আমি সেখানে ? ভাবতে ভাবতে দেখি আমি সিনেমা হল এ আমি আমার ছোট্ট মেয়ের সাথে। আর কিন্তু দেরি না,আমার মতো স্বপ্নে ডুবতে গেলে , আমার মতো নিজেকে বাচ্চা ভাবতে হলে , খুব তাড়াতাড়ি ঘুরে এস সিনেমাহলে।