পোস্টগুলি

জানুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নারী

লিখবো আমি তাদের কথা - যাদের কথা কেও কখনো বলে নি , যাদের কথা সীমাবদ্ধ রয়েছে , ঘরের চার দেওয়ালের মধ্যে , যাদের ঝগড়াঝাঁটি খুঁনসুটি , কারো কখনো নজর কাড়ে নি। সারা দেশের আওয়াজ ভেসে ওঠে সংবাদপত্রের মধ্যে হেডলাইন হয়ে , দেশের সমস্যায় যারা আজ চিন্তিত , তাদের পরিবার,ঘরবাড়ির খুঁটিনাটি খবর কেও কখনো রাখে নি , ঘরের মধ্যে বাসা বাঁধা শান্ত কলহ ঢেউ তুলে দেওয়াল ভেঙে যদি বা কখনো বেরিয়ে আসে , সংবাদপত্রও হয়ে পড়ে চিন্তিত ! প্রতিটা ঘর এর ভেতরে আজ ও নারীরা লুকিয়ে কাঁদে , ঘরের বাহিরে হাসে গর্বে বলে -আমি নারী ,আমি পারি। বাহিরে সে সত্যি ই রানী , ঘরের চার দেওয়ালের মধ্যে বা রাত্রির গভীর অন্ধকারে সে বরাবরই পুরুষের দাসী। দিনের আলোয় পুরুষের ত্যাগ এর ছড়াছড়ি , নিশীথে ঘরমধ্যে তাদেরই বাড়াবাড়ি ! বাহিরে সম্মান পরনারীকে , ভেতরে ঘর মধ্যে ধিক্কার নিজনারীকে , এই কয়েক ফোঁটা ঝগড়া,অত্যাচারের কথা কোন সংবাদপত্রে পায় জায়গা ? যেদিন প্রতিটা ঘরে নারী হবে আদর্শ রানী , যেদিন প্রতিটা পুরুষ ঘরের নারীদের প্রতি ত্যাগের জন্য বিচারের জন্য থাকবে প্রস্তুত , যেদিন প্রতিটি শাশুড়ী তার বৌমা কে গৃহ শক্তি বলে আখ্যা