পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিক্ষক দিবস

আজ শুভ শিক্ষক দিবস -২০১৭। আজ একটা অদ্ভুত রকমের অনুভূতি হলো যার জন্য কাজে মন বসাতে পারছি না। প্রচুর কাজ আছে , ভেবেছিলাম আজ অনেকটাই কাজ টা সেরে ফেলবো। কিন্তু আজ তোমাদের প্রোগ্র্যাম আমার মন কে এতটাই নাড়িয়ে দিলো যে আমি কেমন আনমনা হয়ে ভাবতে বসে গেলাম আমার ফেলে আসা স্টুডেন্ট জীবন। বাঁকুড়ার এক গ্রামে আমার পড়াশুনো ,জীবনে শুধু পড়াশুনোটাই করে গেছি আর কিছু করে উঠতে পারি নি। সেই আফসোস আজ ও মন কে নাড়া দেয়। তখনকার দিনে গ্রামে টিভি দেখা, নাচ ,গান এইসব কিছুই সেই সমাজের কাছে বাজে হিসেবে চিহ্নিত ছিল। তার মধ্যেই অনেকে গান /নাচ শিখেছে বাবা মার্ বিরুদ্ধে গিয়ে। আমি সেটাও পারলাম না।        কিন্তু যাই বলো তোমাদের প্রোগ্রাম দেখে আমার স্টুডেন্ট লাইফ এ ফিরে যেতে ইচ্ছে করছে খুব।তাইতো আজ এখনো কলেজ এ বসে তোমাদের কথাই ভাবছি। দেখতে দেখতে ১৬ টা বছর পেরিয়ে গেল। ১৬ বছর আগে আমিও তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম।এখনো অবশ্য আমি স্টুডেন্ট আমার স্যারদের এর কাছে। আবার আমি শুধু তোমাদের ই টিচার নোই, আমি আমার মেয়েরও টিচার। তাই একইরকমভাবে শুধু আমরাই তোমাদের টিচার নোই, তোমাদের সবার প্রথম টিচার হল তোমাদের বাবা মা। তাই তোমাদের  সব্বা