পোস্টগুলি

জানুয়ারী, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পরিবর্তন

পরিবর্তন  আজকালকার বাচ্চারা শৈশব হারিয়েছে। হারিয়েছে spontaneousness,natural way te বড়ো হওয়া।আমাদের সময় যৌথ পরিবারের মধ্যে বড় হওয়াতে এখনকার বাচ্চাদের মতো মা কে কাছে পেতাম না। আর সেই জন্যে নিজে নিজে খেতে শিখে যেতাম কম বয়সেই। বন্ধু একটা বিশাল জিনিস ছিল। বিকেল হলেই খেলতে যাওয়া।এখনকার বাচ্চারা পুরো অন্য রকম। তাদের মা বাবা ছাড়া কেউ নেই। মা বাবা আবার থেকেও নেই। কারণ তাদের ব্যস্ত জীবন। আমরা মা বাবা কে না পেলেও কাকু কাকী পিসি ঠাম্মা দাদু কতজনকে পেতাম কাছে। এখনকার বাচ্চারা বডো একা। কি জানি কি ভবিষ্যৎ  এদের। এদের পৃথিবী টা বাংলা কিন্তু স্কুল টা ইংরেজি। এরা স্বপ্ন দেখবে বাংলা তে কিন্তু পড়াশুনো করবে ইংরেজি তে। বাংলা কে অবহেলা করে তাড়াতে চাইলেও পারছে না কারণ এদের রক্তে বাংলা বংশে বাংলা। এরা ইংরেজী তে কথা বলবে বেশ ভালো কিন্তু স্বামী বিবেকানন্দ কে জানবে না। এরা যতই পরীক্ষা দিক না কেন এরা একটি মেশিন তৈরী হবে। একটা সময় আসবে এরা প্রকৃতির খামখেয়ালীকে মেনে নিতে পারবে না। দোষ এদের না, দোষ এই সমাজের।এরা প্রকৃতি কেও নিজের হাতে আনতে চাইবে। এরা ভাবতে জনবে না। ভাবার মতো এদের কে সময় দেওয়া হয় না। দুই বছর ব

তুমি

ছবি
তুমি আমিই  সেই  মেয়ে, ভেসে বেড়াই কল্পনার ভেলায়। তুমি বাস্তব, বড্ড কঠিন , আমাকেও করেছো রংহীন। ভেবেছিলাম তোমায় আমি রাঙ্গাবো , তোমাকে আমার ভেলায় ভাসাবো। বাস্তব তুমি,হারিয়ে দিয়েছো কল্পনাকে , কল্পনা তুমি মুল্যহীন,রাখো আড়ালে নিজেকে।  আমিই  সেই  মেয়ে, স্বপ্ন দেখি দিবালোকে। তুমি ভাবো  টাকায় পেট ভরে , আমি ভাবি ভালোবাসায় মন ভরে। তুমি বলো মন ভরলেই কি পেট ভরে ? আমি বলি ভালোবাসা অসাধ্য সাধন করে। তুমি ভাবো কাল বাদে পরশুর কথা। আমি ভাবি মজায় কাটুক আজকের দিনটা। আমিই  সেই  মেয়ে, বৃষ্টি হয়ে পড়তে চাই তোমার গায়ে। তুমি ভিজলেও তোমার মন ভিজবে না, তবু আমি তোমার কাছে হার মানবো  না। তুমি এইরকমই বড্ডো নির্বিকার , আমার মন করে হাহাকার। তোমার জন্যই আজ আমি কবি , হয়ে শুধু ভালোবাসার কথাই ভাবি।