মাতৃভাষা


মাতৃভাষা – তোকে ছাড়া চলে না ছোট্টবেলা,
বুঝেও যৌবনে সকলেই করে তোকে অবহেলা।
ছোট্টবেলায় তোকে নিয়ে লাফালাফি,
স্কুলে ঢুকেই ইংরেজী নিয়ে মাতামাতি।
চাকরি নিয়ে ভাবনা,তোকে ভুলে রাতারাতি,
দু তিনটে ভাষা নিয়ে শুধু টানাটানি।
তোর অস্তিত্ব ওই চার দেয়ালের মধ্যে,
কিংবা পাড়াপড়শির কূট কাঁচালিতে।
তোর অস্তিত্ব বাথরুমে গান গাওয়াতে ,
কিংবা শাড়ী বা মিষ্টির দোকানে।
মানুষ স্বপ্ন দেখে মাতৃভাষাতে,
স্বপ্ন বাস্তবায়িত হয় বিদেশী ভাষার প্রয়োগে।
মাতৃভাষা না, বিদেশি ভাষা জানলে চাকরী পাকা,
আর না জানলে জীবনটাই ফাঁকা।
তবুও মাতৃভাষা ছাড়া শ্বাস বন্ধ,
মাতৃভাষা ছাড়া মনটাই অন্ধ,
সারাদিন কাজের মাঝে বিদেশী ভাষার প্রয়োগে,
সন্ধ্যে বেলাতে বাড়ি এসে মাতৃভাষাতে কথা বলে,
যখন সব জ্বালা এক নিমেষে যায় ঘুচে,
মন বলে – মাতৃভাষা থাকিস এই ভাবে আমার কাছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কালবৈশাখীর আগমনে

প্রকৃতিই আমার ঘর