পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

করোনার জন্মবৃত্তান্ত

ছবি
এক জঙ্গলে এক মহান বাঘ বাস করতো। এই বাঘ টি সকলের থেকে আলাদা ছিল। মহাদেব এর পরম ভক্ত এই বাঘ টি। একদিন এই বাঘ টি মহাদেব কে একটি প্রশ্ন করলেন -"আচ্ছা দেব ,আপনি ই তো বলেন যে আপনি সকলকে ভালোবাসেন।  যদি আপনি সকলকে সমান ভালোবাসেন তাহলে সবার জন্য এক ই রকম নিয়ম নয় কেন ?"  মহাদেব উত্তরে বললেন -"তোমার তো চারটে  সন্তান আছে। আর তুমিও তাদের সকলকেই সমান ভালোবাসো ,তাহলে বড় সন্তান কে সবচে বড় দায়িত্ব দাও, আর ছোট কে তোমার কাছে আরাম করতে শেখাও কেন ?তুমিও তো নিয়ম সবার জন্য আলাদা ই করেছো, তাই না ?নাকি তুমি ছোট কে বেশি ভালোবাসো?"  বাঘটি বললো -"না দেব ,আমি মা হয়ে কি করে এই অন্যায়টা করতে পারি ?"  মহাদেব বললেন -" আমিও তো সকলের পিতা হয়ে কি করে ভালোবাসায় ভেদাভেদ করতে পারি ? কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন তোমার মনে ?"  বাঘটি উত্তরে বললো -"আপনার বিশাল পৃথিবীতে আমাদের বসবাসের জায়গা সীমিত কিন্তু মানুষদের বসবাসের কোনো গন্ডি আপনি তৈরী ই করেন নি। জলে,স্থলে, আসমানে,জঙ্গলে ,পুকুর-নদী -সমুদ্রের আশেপাশে ,পাহাড়ে -পর্বতে ,সমতলে-মালভূমিতে -সর্বত্রই তাদের অবাধ রাজত্ব। এই ভেদাভে