পোস্টগুলি

মে, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কর্ম

পথের আবার কি ভালো ,কীই বা মন্দ ! পথচারী যখন  রাজপুত্র , পথ হয়ে ওঠে পবিত্র। নামে আবার কি যায় আসে, নামধারণকারী যদি পাগলাগারদে ? নাম তো তখনই ভালো , নামধারণকারীর চারিদিক যখন আলো। কর্মের আবার কি ভালো কি মন্দ  কর্মকারী কে দিয়েই মিটে এই দন্ড। কর্মকারী যখন ভয়ে ভয়ে চরে বেড়ায়, সেই কর্মই খারাপ নাম চিহ্নিত হয়। কর্মকারী যদি সুখের মুকুট পরে, সেই কর্মই জগতে শোভা বর্ধন করে। ব্যক্তির কর্মই ব্যক্তির নামের মূল্য নির্ধারণ করে , ব্যক্তির কর্মই পথের গুরুত্ব ঠিক করে , ব্যক্তির নাম এর গুরুত্ত ব্যক্তির কর্মের ওপর নির্ভর করে , কখনো বাড়ে আবার কখনো কমে। কর্মই ব্যক্তির ধর্ম কর্মই ব্যক্তির আসল পরিচয়।