পোস্টগুলি

জুন, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

করোনা

  উফ আর পারা যাচ্ছে না। এতো কাজের মধ্যে এই ভিডিও, ওই ভিডিও, এই খবর ,ওই খবর। সকাল বিকাল মোবাইল এ শুধু  করোনার খবরই আসতে থাকে। কেও বলে -সবসময় সাবান দিয়ে হাত ধুতে,আবার কেও বলে -আমাদের হাতের মধ্যে কিছু ভালো ব্যক্টেরিয়া থাকে যা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে। বার বার হাত ধুলে বা স্যনিটাইজার লাগালে, ওই ব্যক্টেরিয়া গুলো মরে যায়। এর ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মহা মুশকিল তো! কোনটা ঠিক, কোনটা ভুল? কোনটা শোনা উচিৎ? দুদিকেই সমস্যা। এই অবধি তাও ঠিক ছিল। কিন্তু আজকের মেসেজ টা পড়ার পর আর না লিখে থাকা গেল না। ভদ্র মহিলার বাড়ীতে কারো করোনা নেই। ভদ্রমহিলা বাড়ীর বাইরে যান না, বাইরের খাবারও খান না।তবু ভদ্রমহিলার করোনা এল কি করে? এই নিয়ে খতিয়ে দেখা হয়েছে। মেসেজ এ বলা হয়েছে যে - ভদ্রমহিলার করোনা ফ্রিজে রাখা খাবার বা সব্জি থেকে এসেছে। আর সেইজন্য কিছু টিপস ও দেওয়া হয়েছে আমাদের জন্য। টিপসগুলো কি কি দেখে নিই।  ফ্রীজ যখন খুলব, মাস্ক পরে খোলা উচিৎ। এতদিন জানতাম- ঘরে এলেই মাস্ক খুলে ফেলা উচিৎ। বেশিক্ষণ মাস্ক পরলে আমাদের ফুস্ফুসে সমস্যা হতে পারে। ফ্রিজে খাবার বা সব্জি না রাখাই ভাল-সেই কথাও বলা হয়েছে