পোস্টগুলি

এপ্রিল, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কালবৈশাখীর আগমনে

ছবি
    আজ আনন্দে ভরপুর আমার এই মন তুমি বুঝবে না কি এর কারণ । আজ আমার প্রকৃতি আমার ঘরে ঢুকে গেছে জানো- এসেছে খোলা জানালা দিয়ে, আর ভিজিয়ে দিয়ে স্নিগ্ধতা রেখে গেছে- আমার নরম বিছানাতে। আজ প্রকৃতি আমার প্রেমে পড়েছে, তুমি বুঝবে না আমার মনে কেন এত আনন্দ ঝরছে প্রচুর গরমে বাতানুকুল চালিয়ে ঘুমন্ত ছিল আমার শরীর-প্রকৃতি বাতানুকূলের ছিদ্র দিয়ে এসে, দিয়েছে দোলা, জাগিয়েছে শিহরণ- আমার মনে, আমার ক্লান্ত শরীরে। সাথে সাথে খুলে গেল জানালা, আজ আমি প্রকৃতির সাথে একদম একলা কিন্ত মনে হচ্ছে পুরো ভুবন আমার সাথে। মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে বৃষ্টি আমাকে। কখনো বা ঝড়ো বাতাস আমার সাথে খেলছে ভালো, আমার মাথার চুলগুলোকে করছে শুধু এলোমেলো। একটা অসাধারন অনুভূতি জাগছে আমার মনে, মনে হচ্ছে সাময়িক এর জন্য গোটা ভুবন আমার সাথে। আজ জ্বলবে না কোনো কৃত্রিম আলো, বিদায় জানায় কৃত্রিম হাওয়া কেও। আজ প্রকৃতির চমকানো আলোতেই,ঘর হবে আলো সেই আলোয় তোমায় আমায় লাগবে বেশ ভালো। চল,জ্বালিয়ে দিই মাটির প্রদীপ ঘরের কোনায় কোনায় - আজ প্রকৃতির সাথে আমরা নিজেদের কেও চলো সাজায়। জানো,বাতাস আমায় কথা দিয়েছে আজ নিশীথে থাকবে আমাদে

স্মৃতি রোমন্থন

চলো ছন্দে ছন্দে লিখি, লিখার শব্দে ভাসি, ভাসতে ভাসতে ছোটবেলার নৌকো ধরি। নৌকোয় চেপে ফেলে আসা অতীতে যাই, আরো কুড়িটা বছর পিছিয়ে যাই , অতীতের ফেলে আসা সৌন্দর্যে নিজেদের রাঙ্গায়। বিকেলের মলিন রোদে কিৎ কিৎ খেলবো, কিংবা বালির স্তুপে কাঠি লুকবো, কিংবা মাংস চুরি খেলা খেলবো। দুপুরে স্কুলের টিফিন সময়ে, পাড়ি দেব পাশের পুকুর পাড়ে, পা রাখবো যেখানে সেখানে ঝোপে ঝাড়ে। সকালবেলা স্কুল যাবো একসাথে, ডাকতে যাবো তাদের  বাড়িতে, যাদের বাড়ি স্কুল আর আমার বাড়ির মধ্যেখানে। কখনো কখনো দুষ্টুমিও করবো, বাবা মার অবাধ্য হবো, স্কুল যাবো বলে পাশের বাড়ী পুতুল খেলতে যাবো। আবার কখনো শীতের ভোরে, সব্বাই মিলে এক দৌড়ে, কুল গাছে তে লুকিয়ে ঢিল মেরে, সব কুল দেব শেষ করে। তারপর কুল মালিক এসে মোদের পিছু যখন নেবে, লোকের বাড়ির সদর দরজা দিয়ে হওয়া হয়ে যাব এক নিমেষে। আবার কখনো কালবৈশাখীর ঝড়ে বেরিয়ে পড়বো ঘর ছেড়ে, লোকের বাড়ির আম নেব কেড়ে। গ্রীষ্মের ছুটিতে দেখবো শুধু ছুটি ছুটি, চোখের সামনে থাকবে সাদা কালো পর্দার টিভি টি; সকাল দুপুরের মাঝখানে সাইকেল টি হাতে নিয়ে হাফ প্যাডেল এ চালিয়ে নিজেই শেখাবো নিজেক