পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রকৃতি

ছবি
এই যে তুমি ,তোমরা কখনো ভগবান কে দেখেছো ? যাকে তোমরা কখনোই দেখো নি তাকে তোমরা কত ভালোবাসো ,তাঁর জন্য কত মন্দির তৈরী করেছো, কত পুজো দাও ,কত উপোস করো। সেই ভগবান কে নিয়ে তোমাদের কত আদিখ্যেতা। একবার ভেবে দেখো তো যদি তোমরা তাকে দেখতে পেতে তাহলে কি একইরকম ভাবে ভালোবাসতে ? কিছু কিছু জিনিস অদৃশ্য থাকাই বোধ হয় ভালো ,এতে সেই অদৃশ্য জিনিসের মূল্য বেড়ে যায়। হঠাৎ করে কোনোদিন যদি সারা বিশ্বে দৈববাণী হয় যে বৈশাখ মাসের প্রথম দিনে পুরি তে ভগবান আসছেন সব মানুষের সমস্যার সমাধান করতে ,যেটা সম্ভব নয় ,তবুও তর্কের খাতিরে যদি এমনটাই ধরে নিই ,কী হবে তোমাদের প্রতিক্রিয়া ? আমার তো মনে হয় বেশিরভাগ মানুষ দুদিন আগে থেকেই ওখানে হাজির হবে ,আর বাকিদের মধ্যে কিছুজন নিজেকেই ভগবান ভাবে বা ভগবানে বিশ্বাস করে না বলে যাবে না ,আরও কিছুজন সুখী বলে যাবে না। ভগবান কিন্তু কাউকে সারাজীবন অসুখী রেখেছে এমনটা নয়,তবে সুখ জিনিষটা আপেক্ষিক ব্যাপার, তবুও যারা ভগবানের কাছে বর্তমানের সমস্যার কথা জানাবে তারাই অতীতের সুখের কথা জানাবে না।  তাহলে সেই ভগবানের সেই বিশেষ দিনের কথা ভাবা যাক। শুধু অভিযোগ আর অভিযোগ শুনে যাবেন ভগবান। এতো চিৎকা

চিনি না

চিনি না  কেমনে আমি চিনিব তোমায় যে আমি চিনি না আমায়। দোষীও না আমারে , ঠাঁই দিও তোমার হৃদয়ে। কভু কখনো ভুল করিলে  , শাসন করিও আমায় পিতার মতো করে। এখন এই ব্যস্ত জীবনে , খুঁজে পাই না তোমার ভালোবাসা কে। তুমিও তো মানুষ, তোমার তো চাই - তবুও তোমার চোখে চিহ্নটুকু কেন নাই ? এমন সুপ্ত ভালোবাসা কভু দেখি নাই - যার কোনো কিছু চাওয়া পাওয়া নাই। সখা প্রকাশ করো নিজেকে , উজাড় করে দাও,মেতে ওঠো আনন্দে। ভাসিয়ে দাও শরীর  প্রেমের আকাশে , আর হারিয়ে দাও মন মাটির সবুজে। ছোট্টো এই জীবন আর ছোট্টো এই সংসার - ভরিয়ে দাও রং আর ভালোবাসায়। 

ভগবান

ভগবান তুচ্ছ আমি ,তবু তোমারেই সৃষ্টি , তুচ্ছ এই পিপীলিকা ,সেও তো তোমারেই সৃষ্টি। যদি তুমি হও মহান শক্তি , কেন এতো অবিচার অন্যায় রক্তারক্তি ? যদি তোমার হৃদয় এতো বড়, মানুষের পূজোয়, উপোসে সত্যিই কী তুমি দাও সাড়া ? এতো মন্দির ,এতো মানুষের এতো প্রার্থনা সত্যিই কী তোমার মন কে দেয় নাড়া ? কিছুই মেলাতে পারি না, তুমি সত্যিই খুব গভীর আমার কাছে তুমি সংজ্ঞা হীন ,অসীম এই জগতের এতো লীলা, সে ও কি  তোমারেই খেলা ? সূর্য ,চন্দ্র ,পৃথিবী সেও কি তুমি, তুমি কে গো সেই অন্তর্যামী ? আমার কাছে তুমি এই মহাবিশ্বের ডিরেক্টর , আর আমরা চরিত্র তোমার লেখা নাটকের। কিছু ভালো হলে সবাই বলে নিজে করেছে , কিছু খারাপ হলে বলে ভগবান দেখছে না। কারো মন বদলে যাওয়া ,ভাগ্য খুলে যাওয়া, আমি বলি সবই তোমার করা। এটাও মানি সবার অন্তরে থাকো তুমি অসীম শক্তিধারী তুমি সেই তুমি জাগো অন্তর হতে জাগো।