চিনি না

চিনি না 

কেমনে আমি চিনিব তোমায়
যে আমি চিনি না আমায়।
দোষীও না আমারে ,
ঠাঁই দিও তোমার হৃদয়ে।
কভু কখনো ভুল করিলে  ,
শাসন করিও আমায় পিতার মতো করে।
এখন এই ব্যস্ত জীবনে ,
খুঁজে পাই না তোমার ভালোবাসা কে।
তুমিও তো মানুষ, তোমার তো চাই -
তবুও তোমার চোখে চিহ্নটুকু কেন নাই ?
এমন সুপ্ত ভালোবাসা কভু দেখি নাই -
যার কোনো কিছু চাওয়া পাওয়া নাই।
সখা প্রকাশ করো নিজেকে ,
উজাড় করে দাও,মেতে ওঠো আনন্দে।
ভাসিয়ে দাও শরীর  প্রেমের আকাশে ,
আর হারিয়ে দাও মন মাটির সবুজে।
ছোট্টো এই জীবন আর ছোট্টো এই সংসার -
ভরিয়ে দাও রং আর ভালোবাসায়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ