ভগবান

ভগবান

তুচ্ছ আমি ,তবু তোমারেই সৃষ্টি ,
তুচ্ছ এই পিপীলিকা ,সেও তো তোমারেই সৃষ্টি।

যদি তুমি হও মহান শক্তি ,
কেন এতো অবিচার অন্যায় রক্তারক্তি ?

যদি তোমার হৃদয় এতো বড়,
মানুষের পূজোয়, উপোসে সত্যিই কী তুমি দাও সাড়া ?

এতো মন্দির ,এতো মানুষের এতো প্রার্থনা
সত্যিই কী তোমার মন কে দেয় নাড়া ?

কিছুই মেলাতে পারি না, তুমি সত্যিই খুব গভীর
আমার কাছে তুমি সংজ্ঞা হীন ,অসীম


এই জগতের এতো লীলা,
সে ও কি  তোমারেই খেলা ?

সূর্য ,চন্দ্র ,পৃথিবী সেও কি তুমি,
তুমি কে গো সেই অন্তর্যামী ?

আমার কাছে তুমি এই মহাবিশ্বের ডিরেক্টর ,
আর আমরা চরিত্র তোমার লেখা নাটকের।

কিছু ভালো হলে সবাই বলে নিজে করেছে ,
কিছু খারাপ হলে বলে ভগবান দেখছে না।

কারো মন বদলে যাওয়া ,ভাগ্য খুলে যাওয়া,
আমি বলি সবই তোমার করা।

এটাও মানি সবার অন্তরে থাকো তুমি
অসীম শক্তিধারী তুমি
সেই তুমি জাগো অন্তর হতে জাগো।









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ