সময়ের সাথে ঝগড়া

ইচ্ছে করে সময় কে বলি -উল্টোপথে চলতে
এক ঝটকায় পৌঁছে যাবো আমার ছোট্টবেলা তে।
ফিরে পাবো আমার হারানো বোন টাকে
আর পাওয়া মাত্রই আমার মায়ার বাঁধনে আটকে রাখবো তাকে
তারপর সময় কে বলবো- এবার তুই চল সামনের দিকে
তারপর না হয় আমি একটু একটু করে বড়ো হবো বোনের হাত ধরে।

সময় বলবে -তুই বড্ডো চালাকি করলি কিন্তু
আমি বলবো -এতে তোর নতুন অভিজ্ঞতা হবে কিন্তু
ব্যাস সময় আর আমার ঝগড়া বেশ জমবে
আর যাই হোক আমি জানি সময় ই জিতবে।
আচ্ছা সময় -একবার আমাকে জিতিয়ে দে না -
বারে বারে আমায় হারিয়ে দিস না।
আমি একবার শুধু বোনটাকে হাত ধরে টেনে আনবো
যমরাজের থেকে খুব সযতনে লুকিয়ে রাখবো।
সময় - একটিবার আমার কথা শোন্
পুরানো জিনিস দেখে ভালো হবে তোর ও মন।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ