স্বপ্নে বাঁধানো ঘর

জানো ?স্বপ্নে আমি কত্তো গেছি ,
পাহাড়ে-জঙ্গলে, নদীর স্রোতে গা ভাসিয়েছি।
আমার সেই দুই পাহাড় ,আর মধ্যখানে সেই নদী,
আমার সেই স্বপ্নে বাঁধানো ঘর আজ কোথায় কি জানি ?

আজো ইচ্ছে করে,
সব কিছু ছেড়ে -
যাই চলে ডানা মেলে,
আমার ওই স্বপ্নে বাঁধানো ঘরে।








মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

প্রকৃতিই আমার ঘর