ওই মানুষটা

মানুষটা এক প্রত্যন্ত গ্রামের শিক্ষকমহাশয়,
সবসময় আঁকড়ে রাখতো সম্পত্তি বিষয়-আশয়।
টাকাপয়সার এক চুল এদিক ওদিক হলে
রাগের বাঁধ ভেঙে উঠতো উথলে।

মানুষটা কারো তো বাবা ছিল,
সব দিক দিয়ে বেশ ভালোই ছিল।
পাড়া-পড়শীর কাছে বড্ডো ঢাক বাজাতো
ঠিক ই ,নিজেকে গর্বের পোশাকে বেশ সাজাতো।

গর্ব ছিল পুত্রসন্তানের,
গর্ব ছিল টাকা-কড়ির।
ভবিষ্যৎ ভাবতে গিয়ে অতীত টাকে করেছে নয়ছয়,
সমস্ত বিলাসিতা আর সুখের শুধুই হয়েছে অপচয়।

সুখের ছিল প্রচুর কারণ
শোনে নি তখন কারো বারণ !
আজ আফসোস আর হতাশায় মোড়া বার্ধক্যের জীবনটা
শুধুই হাতড়াতে থাকে অতীতটা !









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ