সংসার

সংসার মানে স্বামীর টাকা রোজগার করা
আর গৃহবধূর শুধুই গার্হস্থ্য কাজ করা।
সংসার মানে শশুরবাড়ির সেবা
বিপদে আপদে তাদের পাশে থাকা !
সংসার মানে বাবা মা কে ভুলতে শেখা
অবহেলার পাত্রী হওয়া!
সংসার নাকি মেয়েদের করতে হয়
হিসেল আর অবহেলায় তাদের জীবনটা বইতে হয়।

আরে চিন্তা কেন মনের মধ্যে রয় ?
মেয়েদের জন্ম তো ওই জন্যই হয়।
আরে দেখো না,বিয়ের সময় বলিয়ে নেয়
মা তোমার জন্য দাসী আনতে যাই !
এটা তো শুনলে পাত্র কে দিয়ে বলানো বুলি
পাত্রী কে দিয়ে বলানো টাও বলি-
মা তোমার সব ঋণ শোধ করলাম আমি !
এ কি সত্যিই বিধাতার লিখন ?
না কি পুরুষ শাসিত সমাজের দাপট ?



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ