শিল্পী

শিল্পীরা বোধ হয় বড্ড অভিমানী
একরাশ বুকভরা বেদনা নিয়ে তারা সত্যিই ধনী।
আশেপাশের মানুষ কি তাদের বোঝে?
আর না বুঝলেও শিল্পীরা কি তাদের পরোয়া করে ?
শিল্পীরা বাস্তবের ছায়াতে কল্পনার পথে চলে,
তার পথের সাথী ও কি তার মনের কথা বোঝে ?
শিল্পীরা বড্ড আনমনা ।
নিজের মধ্যেই চেপে রাখে যন্ত্রণা।
দুনিয়া টাই বড্ড স্বার্থপর,
কে যে আপন আর কে যে পর
জানেন শুধু ঈশ্বর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ