এঁরা

চলে যাবো দূর প্রান্তরে,
ভালো লাগে না এদের গর্জন শুনতে !
চলে যাবো হিমালয়ে কিংবা কৈলাসে,
ঘুমিয়ে পড়বো বরফের চাদরে !

এদের সাথে গ্রাম্য বধূই
ঘোমটা মাথায় শুধু মানায়।
আমি তো সব নিয়মের বাইরে
পরিষ্কার,পরিচ্ছন্নতার মধ্যে
আর সব সংস্কারের উর্ধে !

জানি না কেন এঁরা এলে -
মনের ওপর ভীষণ চাপ পড়ে
বিশ্বাস করো মন কে আমি অনেক বোঝাই ,
মন আমার নাছোড়বান্দা ,সহজেই কষ্ট পাই !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ