কন্যা আমার


তোকে দেখেই প্রচুর শান্তি,
তোর জন্যই বাঁচি আমি সকাল  থেকে রাতি।
সব দুঃখঃ যায় ঘুচে,
তোর হাসি যখন পড়ে আমার চোখে।
তুই ছাড়া জীবনটাই আমার বৃথা
তোর সাথেই তো হয় শুধু সকাল থেকে কথা।
তোর জন্যই তো একটু হলেও ভালোবাসা আসে
এদিক ওদিক চারিদিক থেকে আমার পাশে।
তোর জন্যই তো দাদু ঠাম্মি একটু হলেও ভালোবাসে,
ফুলের জন্যই তো সবাই গাছের কাছে আসে।
তোকে যে আদর করতে গিয়ে,
বেলা যে আমার যায় গড়িয়ে।
এইভাবে থাকবো মোরা দুজনে আনন্দেতে,
হেসে খেলে কাটাবো দিন দুজন দুজনের সাথে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ