প্রকৃতির সাথে খেলা

এক পাহাড় থেকে আরেক পাহাড়ে
যাবো আমি লাফিয়ে লাফিয়ে।
এক একটা পাহাড়
যেন আমার কিত্ কিত্ খেলার এক একটা ঘর।
জমিয়ে খেলবো পাহাড়ের কোলে ,
খেলবো আমি সূর্যালোকের সাথে।
একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে
রাখবো আমি পা আমার সময়ে ,
সূর্যালোক ও পড়বে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে
ঠিক তার খেলার সময়ে।
বেশ জমবে সূর্যালোকের সাথে
আমার কিত্ কিত্ খেলা টা সকালবেলা তে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ