চলে যাবো

চলে যাবো দূরে বহু দূরে,
পাহাড়ের চূড়ায় নির্জনে নিভৃতে। 
কিন্তু পাহাড় যদি ফেলে দেয় 
নিচের গভীর খাদে !
তবুও চলে যাবো দূরে বহু দূরে,
মিশে যাবো বাতাসের সাথে। 
কিন্তু বাতাস যদি দেয় উড়িয়ে -
আছড়ে ফেলে দেয় মাটিতে !
তবুও চলে যাবো দূরে বহু দূরে,  
গা ঢাকা নেবো মেঘেদের মাঝে। 
কিন্তু মেঘ ভেঙ্গে যদি বৃষ্টি আসে অঝোরে !
আর বৃষ্টির ফোঁটার সাথে আমায় যদি দেয় ফেলে মাটিতে !
তবুও চলে যাবো দূরে বহু দূরে,  
মিশে যাবো মাটির সবুজে। 
কিন্তু ভূমিকম্প যদি মাটি ফাটিয়ে, 
নিয়ে চলে যায় পৃথিবীর অন্তস্থলে !
তবুও চলে যাবো দূরে বহু দূরে,  
বিপদ এলে যাবো ঘুমিয়ে,
পৃথিবীর বুকে চিরতরে!



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ