বাবা

আমি শুধু না -গোটা গ্রামবাসী বলে
পুরো গ্রাম মাঝে তুমি হীরে হয়ে কি করে জন্মালে !
ছোট্ট তুমি ,বয়স তোমার সবে পাঁচ -
ধ্বসে পড়লো তোমার আনাচ কানাচ। 
তুমি হারালে তোমার বাবা কে ওই টুকু বয়সে !
দৃঢ় চিত্তে নিজের মা কে আগলে রাখলে কত অনায়াসে।
তখন থেকে ঠাম্মা শুধু তোমায় আঁকড়ে বাঁচে। 
ভাগ্য হয়তো ছিল সাথে,
তাই অগাধ ভালোবাসা পেতে। 
তোমার প্রথম শিক্ষক তোমায় স্কুলে না পেলে -
তোমায় খুঁজতে যেত স্কুলের সব কাজ ফেলে। 
এমন মহান শিক্ষক আজকাল কি মেলে ?
টাকা কড়ি ছাড়া কি জীবন চলে ?
তার ই অভাব মেটাতে তোমার মামাবাড়ি ছিল তোমার সাথে। 
বিশ্বাস করি না ভগবান কে, 
আমার বিশ্বাস শুধু তোমাকে। 
তাই তো ছোট্ট বেলা টা ভরিয়ে রেখেছিলে সুখে,
মেয়েদের কে এমন সুখে কয়জন রাখে ?
অভাবের মধ্যেও কত দান  করেছো-
তাই গরিবদের কাছে ভগবান হয়েছো। 
তোমার মন খুব ভালো তাই তো,
তুমি খারাপ থাকলে আমার ভগবান কাঁদবে কতো। 
ছোটবেলা থেকেই তুমি খুব স্বাধীন। 
আমিও তোমার মতো, ভালোবাসি না - হতে পরাধীন।
স্যালুট জানাই তোমার ইচ্ছাশক্তিকে ! 
প্রয়োজনীয় পরিবেশ পেলে দিতে চমকে। 
শির নতো করি তোমার জ্ঞানের ভাণ্ডারের কাছে ,
হার মেনে নিও না বার্ধ্যক্কের কাছে ,
তোমার চোখে এখনো অনেকে স্বপ্ন দেখে। 
এখনো অনেকে তোমার ওপর আশা রাখে।

  



  





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ