আজব দুনিয়া

তুমি যখন কাঁপছ প্রচুর শীতে,
আমি তখন ঘামছি প্রচুর গরমে।
তোমার আরাম তোমার কম্বলে,
আর আমার আরাম এসি চালিয়ে !
তুমি যখন খাচ্ছ চিকেন তন্দুরি,
আমি তখন ডাল,ভাত,তরকারি।
সূর্যালোক তোমার শীত দূর করতে অক্ষম,
কিন্তু এখানে গরমে আমাদের জব্দ করতে ভালোই সক্ষম।
তোমার মন যখন প্লেন ডাল,ভাত চাইছে,
আমার মন তখন রেস্টুরেন্ট মিস করছে।
নিজ হাতে রান্না করার পর ও তোমার কত সময়,
আমি রান্নার লোক রেখেও হাঁপায় সময়ের আশায়।

আজব এই দুনিয়ার কোথায় তুমি আর কোথায় আমি, চারিদিক শুধু বৈচিত্রে ঠাসাঠাসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ