ক্যান্সার

সত্যি কি ভয়ঙ্কর  তুমি !
জীবন নিয়ে ছিনিমিনি !
কখন যে কার ঘাড়ে বসবে
কোন যুক্তিতে কাকে চিবোবে-
তার নেই কোনো হিসাব।
জীবনে নিয়ে এসো শুধু শাপ!

ধিক্কার তোমাকে !
ধিক্কার তোমার কাজকে!
কোষের পচন ধরাই কী তোমার কাজ?
জীবনকে দুর্বিষহ করাই কী তোমার কাজ ?

শিশু থেকে বয়স্ক কাওকে বাদ দাও না তুমি,
তোমার সর্বনাশ খুঁজতে নাজেহাল শতবিজ্ঞানী।
তোমার অস্তিত্ব,তোমার রাজত্ব মানুষের শরীরে,
অনেক যুগ ধরে।
এবার সময় এসেছে,ক্যান্সার - তোমার সর্বনাশের
এবার সময় এসেছে তোমার শত্রূর ।
যেমন অসুরের জন্য আছে দেবতা,
তোমার জন্য ও আছে কোনো একটা
উদ্ভিদ, কিংবা কোনো একটা ছোট্ট প্রানী,
শীঘ্রই গ্রাস করবে তোমার সর্বস্বখানি !




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ