দান


যা কিছু আছে তোমার ভাণ্ডারে,
দিতে থাকো গরীবদের তরে।
যে আনন্দ তোমার বইবে শরীরে-
সেই স্নিগ্ধতা সুস্থ রাখবে তোমারে।
কি হবে তোমার ভান্ডার ভারী করে ,
অকারণ চিন্তায় মন বিগড়ে ?

হে জননী,যারে তুমি জন্ম দিয়েছো,
তার তরে চিন্তা কেন বয়েছো?
তাকে ভাবতে দিও তার জীবন,
তুমি যদি দিতে থাকো তোমার ভান্ডারে গচ্ছিত ধন,
সেই সন্তান শিখিবে কেমনে,
তুমি কি চাও তারে প্রতিবন্ধী বানাতে?

হে জন্মদাতা,দোহাই তোমার,জীবন সংগ্রাম থেকে
বিরত করো না তাকে ?
সেও যে চায় নিজ পায়ে দাঁড়িয়ে,
নিজ ভান্ডার নিজ হাতে গোছাতে।

তাইতো তোমরা দুজনে চার হাতে,
শুধু বিলোতে থাকো চারিদিকে প্রয়োজনে,
দেখবে তোমার গোছানো ভাণ্ডার
পূর্ণতা পেয়েছে সুখের মাঝারে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ