চুপকথা

মন আজ ডানা মেলেছে,
সব চুপকথা আজ উড়ে গেছে।
মন জানে নিজেকে হালকা করতে,
জানে নিজেকে নানান কাজে ব্যস্ত রাখতে।

চুপকথাগুলো কি জানি নানান দিকে
নানান ভাবে উড়তে উড়তে -
পৌঁছে গিয়েছে নানান লোকের মনের গভীরে,
আর সেখানে ভীড় জমতে জমতে-
উঠে এসেছে অনীহা,বিতৃষ্ণা,
যেগুলো এক নিমেষেই পৌঁছে যেতেই পারে
মনের কাছে ,বাড়িয়ে দিতে পারে মনের চঞ্চলতা !
এই সব কিছুর ভারে
মন অনায়াসেই পেতে পারে বিফলতা !
দিনের পর দিন ধরে-
মন এইভাবে অর্জন করেছে নানান অভিজ্ঞতা !
আর তাইতো মন এবার থেকে নিজেকে রাখবে -
বন্দি করে আবদ্ধ ঘরের কোনে পড়ে থাকা খাঁচার মধ্যে !
মন জেনে গেছে খাঁচার পাল্লাগুলো বন্ধই ভালো।
তা না হলে চুপকথাগুলো উড়ে গিয়ে
ডেকে আনবে অন্ধকার ,মন কে করবে কালো !




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ