শ্বশুরবাড়ি

এ কেমন বাড়ী
সকাল  থেকে সন্ধ্যা চলে শুধু সংস্কারের গাড়ী !
বৌমা রা সেখানে শুধুই অবহেলার পাত্রী,
বাড়ির ছেলেরা টাকা রোজগারের যাত্রী !
অবহেলার অতীত শাশুড়িমারা ,
তাই প্রতিশোধ নেওয়ার তাড়া !
অতীতে যারা শুধুই খেটে গেছে
আজ তারা সেইভাবেই বউমাদের খাটাতে চাইছে।
যে শাশুড়িমা যেমনভাবে নিজের অতীত কাটিয়ে এসেছে
সে ঠিক সেইভাবেই বউমার ভবিষ্যৎকে এঁকে রেখেছে।

বাড়িটা শশুরবাড়ি ,নয়তো শাশুড়িবাড়ি
কিন্তু শাশুড়িমা এরই চলে হুকুমদারী !
যুগ যুগ ধরে বিভিন্ন প্রান্তর থেকে
মেয়েরা এসে বাড়িটা কে শশুরবাড়ি ই বলতে থাকে।
যে শাশুড়িমা তার শাশুড়িমার কাছে একদিন ছিল অধীন 
আজ সে তেমনভাবেই বউমাদের করেছে পরাধীন ! 
 













মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ