প্রকৃতির ডাক

কি রে সত্যি বলছিস থাকবি তুই আমার মধ্যে ?
রাখবো তোকে আমার দুই পাহাড়ের মধ্যখানে 
আমরা সব্বাই মিলে রাখবো তোকে সযতনে। 
পাহাড়ের কোলে সুন্দর ভাবে বিছিয়ে দেব ঘাস, 
থেকে যাবি আমার কোলে মাসের পর মাস। 
ঘুম পাড়িয়ে দেবো সুমধুর বাতাসে 
আর মুড়ে দেব মেঘেদের চাদরে। 
এমন সুখ দেখ তো কোথাও পাস্ কি না ,
দেখ তো আমায় ছেড়ে থাকতে পারিস কিনা , 
চানের সময়ে বৃষ্টি দেব ঢেলে, 
বরফ নিয়ে খেলবো তোর সাথে পড়ন্ত বিকেলে। 
ভোরের আলোয় রাঙিয়ে দেব তোর মুখখানা। 
হাসি খুশি তে প্রাকৃতিকভাবে ভরিয়ে দেব তোর জীবনখানা, 
কিন্তু আমায় কখনো ভুলে যেন যাস না।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ