ভালো লাগে

ভালো লাগে নীরবে নিভৃতে,
একান্তে তোমার কথা ভাবতে।
ভালো লাগে তোমার কথা ভাবতে ভাবতে,
খোলা ছাদে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে।

ভালো লাগে নিশীথের নক্ষত্রখচিত আকাশে
পূর্ণিমার আলোকে মধুর বাতাসে,
তোমাকে ঘিরে অসংখ্য স্বপ্ন বুনতে।

ভালো লাগে তুমি কবে আসছো সেই অপেক্ষায় থেকে
চাতক পাখির মতো মুখ হাঁ করে থাকতে,
আর হাঁ করে স্বপ্নে তোমায় ভালোবাসতে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ