ছোট্ট মেয়ে

বাড়ীর বড্ডো আদুরে মেয়ে।
বাবা মা তার মুখ চেয়ে -
ভাবতো শুধু - মেয়ে কখন চাকুরী টা পাবে !
চিন্তাগুলো কিছুটা হলেও দূর হবে।

বয়স এখন পনেরো ,তবু হলো না এখনো বড়ো,
অন্ধকারে এখনো ভয়ে জড়োসড়ো !
কি জানি বিয়ের পর কেমন হবে শশুরবাড়ি !
চাকরি করা মেয়ে ,কেমন চোখে দেখবে তারা কি জানি ?

মেয়ে আমার বড্ডো স্পষ্টবাদী,
অন্যায় দেখলেই হয়ে ওঠে প্রতিবাদী।
নিজের কাজ নিজেই করতে পারে,
রান্নার কাজেই শুধু বিরক্তি তার ধরে।

কথায় কথায় তক্কো যদিও করে ,
গুরুজনদের পা ছুঁয়ে নমস্কার ও কিন্তু করে।
মেয়ে আমার আলসেমির ধারে কাছে কভু যায় না কো,
মেয়ের আমার বড্ডো শক্তি ,বিপদ দেখে পালায় না কো।







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ