কবিতার শব্দগুলো

গভীর রাত্রের কালো অন্ধকারে,
ঠিক বিশ্রাম নেওয়ার আগে বিছানাতে,
তোমরা শুধু উঁকিঝুঁকি মারো আমার ঠোঁটের গোড়াতে।
অস্থির হয়ে ওঠে আমার মন।
বিচলিত হয়ে যাই আমি কিছুক্ষণ।

শুধু একটা নয়,হাজার টা কবিতার শব্দগুলো
এর চঞ্চলতায় জেগে ওঠে ঘুমিয়ে থাকা পাঁজরাগুলো।
চোখ দুটো বিরক্তিতে চেয়ে থাকে,
শুধুই আমার মনের দিকে।

নীরব আমি,ভালোবাসি কবিতাগুলোকে।
তাই উত্তর দিতে পারি না চোখ দুটোকে।
বিছানায় শুয়ে থাকলে চলবে না তো,
পরবর্তী সকালের উজ্জ্বল রোদে  সব ভুলে যাবো তো,
তাই ধড়পড়িয়ে উঠি,বিছানা থেকে-
সেই থেকে বিছানাটা ও চোখ রাঙ্গায় আমাকে।
আমি অসহায় ,ভালোবাসার বিরুদ্ধে নেই কোনো ভাষা।
কবিতাগুলোয় দেয় শক্তি,বেঁচে থাকার আশা।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ