জীবনকথা

সবার জীবনই ছোট্ট বড় গল্প।
সব্বাই যদি লিখে অল্প অল্প,
হবে নানা রকমের উপন্যাস।
সব মিলে বিশাল এক ইতিহাস।
তোমার দুঃখ - আমার সুখ,
আমার সুখ - তোমার দুখ,
সব কিছু হয় যদি জানাজানি,
কষ্ট কমবে একটুখানি।
দেখতে পাবে সব্বাই গাঁথা আছে-
সুখ দুঃখের মাঝে।
শুধুই তফাৎ সেইখানেতে,
তোমার সকাল আমার সাঁঝবেলাতে।
আরো একটা মস্ত বড় তফাৎ-
লুকিয়ে থেকে করেছে বাজিমাত।
তোমার আমার সাঁঝবেলার রং
সবেরই আলাদা এক ঢং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ