সম্পর্ক

যতই দিন যায় ,
সম্পর্কের সুতোগুলো পেঁচিয়ে যায়।
প্রাচীন সমাজে নারীদের অবহেলায়,
বর্তমান নারীদের এগিয়ে নিয়ে যায়,
স্বনির্ভরতার দরজায়।
ঘরে ঘরে মেয়েরা চাকুরীরতা,
ঘরে বাহিরে মেয়েদের ব্যস্ততা।

প্রযুক্তিবিদ্যার উন্নতি,
সম্পর্কের বন্ধনের অবনতি।
হস্তক্ষেপ যদি হয় মেয়েদের স্বাধীনতায়,
সম্পর্কগুলো কেমন যেন গিঁট লেগে যায়।
আধুনিক সমাজের নারীরা 
বদল দিতে পারে দুনিয়া টা।

কয়েকযুগ পরে বদলে যাবে চিত্রটা
নারীশাসিত হবে সমাজটা।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ