কে তুমি

তোমায় শুধু খুঁজে বেড়াই দিক দিগন্তে
পর্বতে-জঙ্গলে,সমুদ্রে,জনঅরণ্যে।
তোমায় আমি ভীষণভাবে পেতে চাই
তুমি ছাড়া আর কেহ মোর নাই।
কোথায় তুমি ,তুমি কোথায় ?
আজ আমি বড্ড একলা তোমায় শুধু চাই।

তোমায় আমি চাই শয়নে,স্বপনে,জাগরণে
আমার চারিপাশে সর্বক্ষণে।
তোমাকে ছাড়া কিছু ভাবতেও পারি না ,
এতো খুঁজেও কেন তোমার দেখা মেলে না ?
এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় পাবো তোমারে -
জানি,অদৃশ্য হয়ে আছো আমার মনের কিনারে।

তোমায় ভীষণভাবে অনুভব করতে পারি -
গোপন কথা শুধু তোমাকেই বলতে পারি।
তাইতো দুর্গম যাত্রাপথে একাই দিতে পারি পাড়ি।
তবুও তোমার সাথে যেতে চাই তোমার বাড়ী। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ