একটি মেয়ের গল্প

একটি মেয়ের গল্প শোনায়
তাকে যে আমি চোখে হারায়।
সে নদীর স্রোতে ভাসতে ভাসতে,
এসেছিল অন্যপারে-আরেকপার থেকে।
জানো,ফেলে আসা পাড়ে-
ভালোবাসার ফল শুধু ঝরে।
আর যে পাড়ে উঠলো এসে
সেই পাড়ে শুধুই মরুভুমি চোখে আসে।

মেয়েটি ভেবেছিল নতুন পাড় টির
প্রতিটি কণায় অধিকার হবে তার।
ভেবেছিল তার উচ্চশিক্ষা যথাযথ সম্মান পাবে
প্রত্যেকের তার প্রতি অগাধ ভালোবাসা জন্মাবে।
ভেবেছিল নতুন বাবা মা কে
নতুন শিক্ষায় দেবে চমকে।
তাইতো অনেক কিছু শেখাতে গিয়েছিল,
কিন্তু মেয়েটির ভাগ্যই বরাবর ই খারাপ ছিল।
জানো মেয়েটি ভালো করে কিছু বললে-
সব্বাই  গর্জে উঠতো তবে নিজেকে সামলে।
এমনকি মেয়েটি যার হাত ধরে
এসেছিল এই নতুন পাড়ে
সেও চুপচাপ শুনে  যেত!
হয়তো বা কখনো সেও গর্জে উঠতো।
মেয়েটি আসলে ভালোবাসার ভাগ্য নিয়ে জন্মাই নি,
অথচ সে ছিল ভালোবাসার কাঙ্গাল পুরোপুরি।

কয়েক বছর পরে ওই পাড়ে
আরেকটি মেয়ে এলো ঠিক তার মতো করে।
পাড়ের প্রতিটা কণার মতো
কুসংস্কারে সেও ছিল নিমজ্জিত।
তাই তার জীবন পূর্ণতা পেল,
সারা উঠোন ভালোবাসায় ভরে উঠলো।
কি জানি সে যাই বলতো
নতুন বাবা মা সেটায় ঠিক মনে করতো।
যাই বলো
এই মেয়েটি খুব চালাক ছিল।
আর ভালোবাসার কাঙ্গাল মেয়েটা বোকায় রয়ে গেল!
তাইতো উচ্চ শিক্ষা চালাকির কাছে হেরেই গেল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ