নিঃস্বার্থ ভালোবাসা

আজীবন আমরণ ভালোবেসেই যাবো,
নিজের ঠিকানা নিজেই খুঁজে নেবো।
একটা অতীত,হাজারখানা ঘটনা ঘুরে ফিরে,
মনের স্মৃতিকোনে টোকা মারে বারে বারে।
মন কে বোঝাতে বোঝাতে,
কখন যেন নিজের অজান্তে,
মেতে গেছি নিঃস্বার্থ ভালোবাসাতে।
তবু পুরানো বদ অভ্যেস এতো সহজে কি যায় ?
তাই এখনো মন ব্যাকুল হয় অল্পস্বল্প নিরাশায়।

তোমার যখন যা প্রয়োজন,
আমি তোমার ই আপনজন,
থাকবো তোমার সাথে পাশে পাশে।
সুখ দুঃখে তোমার আষ্টেপৃষ্টে,
ভালো লাগে জড়িয়ে থাকতে।
তুমি তো তোমার মতো -সুন্দর ,নির্বিকার।
তোমায় বদলায় এমন সাধ্য আছে কি আমার ?
বদলানোর চিন্তাধারা মুছে দেব মন থেকে,
মন কে বুঝিয়ে ব্যথাগুলো রেখে দেব গোপনে।

নাহি দেব প্রকাশ মনের আকুতির !
নাহি দেব পরিচয় মনের ক্ষীণ প্রত্যাশার !
একদিন নিশ্চই এ মন হবে সফল,
আর সেইদিন পাবো নিঃস্বার্থ ভালোবাসার ফল।  


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ