অতীত বর্তমান ভবিষ্যৎ

বর্তমান কেমন ঘটে যাওয়ার পর, 
একদিন নাম নিয়ে নেয় অতীত।
আর আগামীদিনগুলো কাছে আসার পর, 
হয়ে যায় বর্তমান যা একদিন আগেও ছিল ভবিষ্যৎ।

অতীতের ভুলভ্রান্তি দেখে, 
বর্তমান শিখতে থাকে। 
আর ভবিষ্যৎ নিজের ভীত শক্ত করে।
অতীতের মন খারাপের স্মৃতি
ভুলেও না ভুলে মন কে দাও শক্তি ।
অতীত আমাদের শেখায়, 
বর্তমান আমাদের পরীক্ষা নেয়। 
ভবিষ্যৎ আরো জটিল প্রশ্ন বানায়। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ