ভালোবাসার ছোঁয়া

ভালোবাসার ছোঁয়ায় জাদু আছে। 
খারাপকেও বদলে দিতে জানে। 
ভালোবাসা প্রকৃতির ই তো উপহার ,
তাইতো সহজে মানে না সে হার। 
গুন্ডা,বদমায়েশ ,চোরদের কে 
ভালোবাসায় জব্দ করতে পারে। 
শুধু ভালোবাসার ধরণটা  জেনে নিতে হয় ,
যেমন চোরকে টাকা দিয়ে ভালোবাসতে হয় ,
আর ছিঁচকে চোরকে খাবার দিয়ে ভালোবাসতে হয়। 
আর যে ছেলেটা হঠাৎ করে পড়ার পথে নিজেকে হারিয়ে ফেলেছে,
তাকে বন্ধুত্বের স্পর্শ দিয়ে ঠিক পথে ফিরিয়ে আনতে হয়। 
আর যে ছেলেটা পথভ্ৰষ্ট হয়ে মেয়েদের শ্লীলতাহানিতে মেতেছে ,
তাকে চাবুকের তীব্র যন্ত্রনা দিয়ে ভালোবাসতে হয় !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ