প্রতীক্ষা

দীর্ঘ প্রতীক্ষায় আমি-
এক দীর্ঘ সময়ব্যাপী,
রেলওয়ে স্টেশন এ,
প্রচুর লোকের ভীড় এ।

আমার ও সে আছে,
যেমন সবার ই আছে।
সেও তো দীর্ঘ প্রতীক্ষায়,
দূরে বহু দূরে নির্জন নিরালায়।

দিবারাত্রীকে অনুরোধ আমার,
সময়টা তাড়াতাড়ি পার করার।
একদিন প্রতীক্ষার অবসানে,
জীবনের অবসাদ যাবে ঘুচে।

সেই মধুর মিলনের দিনে,
সূর্য,চন্দ্র কে সাক্ষী রেখে,
এক দৌড়ে যাবো তার কাছে।
একান্তে নিভৃতে গোপনে,
অনেক জমানো কথা যা ছিল মনে,
সব উজাড় করে দেব তার অন্তরে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ