কবিতায় পঠনপাঠন

কেমন হয় যদি পঠনপাঠন কে,
কবিতার রূপ দিই।
কেমন হয় যদি ভূগোল এর অঙ্কগুলোকে,
লিখার ছন্দে ভাসিয়ে দিই।
কেমন হয় যদি ইতিহাসের প্রতিবাদী আন্দোলনকে,  কবিতার যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে দিই।
কেমন হয় যদি জীববিজ্ঞানে মানবদেহের কোষগুলোকে,
কবিতার মধ্যেকার ব্যাংজনবর্ণ দিয়ে ব্যখ্যা দিই ।
কেমন হয় যদি ভৌতবিগ্গানের অনু পরমানুকে,
কবিতার ছন্দে ব্যাখ্যা দিই ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ