অভিযোগ

ওঁরা বলে আমি নয়কো মেয়ে আমি নাকি ছেলে, 
হঠাৎ হঠাৎ করে একাই নাকি আমার যাতায়াত চলে,
অফিসের নানান কাজে নানান অজুহাতে, 
আমি নাকি ফাঁকি দিই সংসারের কাজে।

ওঁরা বলে -আমি নিজেও নাকি খাই না ,
খেতে দিতেও নাকি জানি না। 
আমি নাকি চাকরি করে অহংকারী, 
আমি নাকি সব কিছু করি বাড়াবাড়ি। 

ওঁরা ভাবে কিসের আমার এতো অহংকার,
কিসের এত্তো দিমাক ! 
চাকরি টা গেলে শশুড়বাড়ির পুতুল হলে, 
তবেই সব কিছু চলবে আগের তালে। 

আমি বলি -শুনে যাবো সবার সব অভিযোগ, 
চাকরিটা যাওয়ার আগে হোক আমার প্রাণবিয়োগ !
 


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ