একা

যখন মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছিলাম -একদম একা।
খুব চিৎকার করে কেঁদেছিলাম -কিন্তু একা।
বাবা,মা,দাদা,ভাই,বোন কিন্তু বেশ হাসিখুশিতে ছিল মেতে,
আমিও ধীরে ধীরে ব্যস্ত হয়ে পড়লাম আনন্দেতে।

ব্যাস ,যেই একটু বড় হয়ে গেলাম,
ওমনি স্কুল,প্রাইভেট এর খাঁচায় বন্দি হলাম।
কিন্তু তবুও আপনজনের ভালোবাসা ছিল,
জ্বর জ্বালাতে পাশে থাকার অনেকে ছিল।

এমনিভাবেই পার করলাম কলেজের ও চারটি বছর,
কিন্তু সেখানেও বন্ধুরা ছিল খুব ই আপনজন।
তারপর অজানা অচেনা একজনের সাথে ঘর বাঁধলাম,
কয়েকটা বছর বেশ ভালোবাসায় ডুবে থাকলাম।

তারপর যখন নিজে একদিন মা হলাম,
নিজের সব কিছু দুষ্টুমি ,শিশুসুলভ আচরণ ত্যাগ করলাম।
এইভাবে ত্যাগ করতে করতে একদিন উপলব্ধি করলাম
সব কিছু থেকেও কেমন যেন একাকিত্ব অনুভব করলাম।

সত্যি আজ আমি একাকিত্বের সাথে মিশে,
থাকতে পারি না বেশি লোকজনের আশেপাশে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ