অনুভূতি

অনুভূতির মাত্রাগুলোর গভীরতা,
কখনো কমে আবার কখনো বাড়তে থাকে,
ঠিক যেমন হৃৎস্পন্দনের কম্পনতা ,
থাকতে পারে না সরলরেখাতে।

অনুভূতি কেমন যেন খামখেয়ালি,
শুধুই করতে থাকে হেয়ালি।
সম্পর্কগুলো জেগে ওঠে,
ভালো অনুভূতির স্পর্শে।
সম্পর্কগুলো ম্লান হয়ে যায়,
খারাপ অনুভূতির ছোঁয়ায়।

ভালোবাসা কেমন যেন ঘ্যানঘ্যানে,
যদি সব ই ভাসে একই ছন্দে একই স্রোতে,
সবার জীবনেই সময়ের সাথে সাথে,
সমস্ত অনুভুতিই কেমন যেন প্যানপ্যানে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

প্রকৃতিই আমার ঘর

নারী