জন্ম -মৃত্যু

জন্ম যেমন নেই মানুষের হাতে,
মৃত্যুও ঠিক তেমনি চলে জন্মের সাথে।
জন্ম -তুমি যেন জীবনের সূচনা,
কিন্তু মৃত্যু -সূচনা না অন্ত ,সবার অজানা।
জন্ম মানুষের মনে খুশি আনে,
কিন্তু যে জন্মায় ,সে শুধুই কাঁদে।
মৃত্যু মানুষকে শুধুই কাঁদায়,
কিন্তু যার জীবন হলো অন্ত সেও কাঁদে আর বাকিদের কাঁদায়।
শ্বাস যখন মুখ ফিরিয়ে নেয় জীবন থেকে ,
তখন থেকেই কি শুরু হয় নতুন অধ্যায় নতুন জগতে ?
জন্ম -তুমি আগে থেকেই সক্কলকে জানিয়ে দাও,
নতুন সদস্যের আগমনে সব্বাই আনন্দিত হও।
কিন্তু মৃত্যু তুমি সত্যি ই খুব কঠিন,
তুমি মনুষ্যলোকে হৃদয়হীন।
অথচ নেই কোনো বৈচিত্র্য জন্মের পদ্ধতিতে,
অন্যদিকে মৃত্যু ?কত রকম ভাবে পারে ঘটতে।
কখনো কি শুনেছো ডিম্বাণু শুক্রাণুর মিলন ছাড়াই ,
জন্ম হচ্ছে মানুষের,শুরু হচ্ছে জীবনের লড়াই ?
জন্ম টা কিছুটা হলেও মানুষের হাতে,
কিন্তু মৃত্যু -তোমার আবির্ভাব শুধু জন্মকে গ্রাস করতে।
সৃষ্টিকর্তার এ কেমন বিচার,
আকস্মিক মৃত্যু দিয়ে বাড়াতে চায় শুধুই অনাচার।
আবার মৃত্যু হলেই জন্ম হবে নতুনের।
শুরু হবে এক নতুন অধ্যায়ের।
মৃত্যুই কি জন্মের আগমনবার্তা বহনকারী ?
সব মৃত্যুই মানুষের অজান্তে ,তাই কি আমরা শুধুই কষ্টে মরি ?




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ