দুষ্টু মিষ্টি ছোটবেলা

কখনো কি জানালা দিয়ে আকাশ দেখেছেন ?
কখনো কি প্রচুর বৃষ্টিতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভিজেছেন?
কখনো নক্ষত্রখচিত আকাশের নিচে দাঁড়িয়ে তারা গুনেছেন ?
কখনো কি অমাবস্যার রাতে জোনাকিদের ঝিকিমিকি দেখেছেন ?
কখনো কি ভোরবেলার শিশিরভেজা ঘাসে হাত রেখেছেন ?
কখনো কি শিউলি গাছের নিচ্ছে শিউলি ফুলদের বিছানা দেখেছেন ?
কখনো কি শাল পাতা বা কলা পাতায় ঘি ভাত খেয়েছেন ?
কখনো কি ছোটবেলার বন্ধুদের সাথে কাট্টি করে দীর্ঘদিন কাটিয়েছেন ?
কখনো কি ফ্রীজের বরফ নিয়ে গ্রীষ্মের দুপুরে খেলেছেন ?
কখনো কি মিথ্যে বলে স্কুল এ ফাঁকি দিয়েছেন ?
কখনো কি মাস্টারমশায়ের কাছে মার্ খেয়েছেন ?
কখনো কি নিজেই নিজের ঘর থেকে কিছু চুরি করেছেন ?

কোথায় হারিয়ে গেলো সেই দুষ্টু মিষ্টি ছোটবেলা ?
কোথায় হারিয়ে গেলো বন্ধুদের সাথে কাট্টি -ভাবের খেলা ?
কোথায় হারিয়ে গেলো সূর্যোদয় দেখা ?
কোথায় হারিয়ে গেলো নিজেকে একটু সময় দেওয়া ?



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ