ভালোবাসা

ভালোবাসা ভালোবেসেছিলো এক যুগ আগে,
রঙ্গিন স্বপ্ন আমার চোখে এঁকে,
ভালোবাসা হারিয়ে গিয়েছে কঠোর বাস্তবে।
নানান কাজে আষ্টেপৃষ্ঠে নিজেকে জড়িয়ে,
ভালোবাসা ভুলে গিয়েছিলো ভালোবাসতে ।

ভালোবাসা সব সম্পর্কের মধ্যে,
ভারসাম্য বজায় রাখতে গিয়ে,
এক নিমেষে ভুলে গিয়েছে,
ভালোবাসার খেয়াল রাখতে।

আজ দুই ভালোবাসা পরস্পর থেকে,
সরে গিয়েছে ক্রমশই দূরে অনেক দূরে।
আজ আছি শুধু অপেক্ষায়,
ব্যস্ত শুধু অপেক্ষার প্রহর গুনতে 
আছি শুধুই সেই আশায়
সম্পর্কের ব্যবধান কবে ঘুচবে।
আজ জীবনটা বড্ডো ঘ্যানঘ্যানে,
ভালোবাসাই শুধু ক্ষমতা রাখে,
আরেক ভালোবাসাকে প্রাণবন্ত করতে।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ