মুড়ি

আমি একটা মুড়ি ,
একসাথে থাকি ঝুড়ি ঝুড়ি।
কোথাও বা যদি একা পড়ি ,
পা দিয়ে খাই মাড়ি।
নেই অস্তিত্ব আমার একার,
তাইতো বস্তা বস্তা রাখে দোকানদার।

আমি একটা মুড়ি,
খেতে পারে না বুড়ি।
যদিও ভেতরখানা আমার ফাঁকা ,
তবুও দাঁত ছাড়া ভেতরে যায় না।
বুড়ি তখনই পারবে আমায় খেতে ,
যদি জল মেশায় আমার সাথে।

আমি একটা মুড়ি ,
বানিয়ে আমায় গুঁড়ি ,
সাথে জল মিশিয়ে আমায় লাগালে ,
উপকারে এসব তোমার বাতের ব্যথাতে।
লাগলে মাছের কাঁটা গলাতে ,
গিলিও আমায় সাথে সাথে।

আমি একটা মুড়ি ,
বেশি খেলেও বাড়ে না ভুঁড়ি।
দেখতে আমি খুব সাদা ,
মিথ্যে তো বলি না কদা।
 লাগে যদি বমি বমি,
খাও তুমি জল -মুড়ি।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ