ভালোবাসা চাপা পড়ে গেছে দায়িত্বের মাঝে

সূর্যাস্তের আলোয় তুমি আমায় দেখেছিলে ,
হাজার লোকের ভিড়ে ঠিক চিনেছিলে,
অচেনা তোমার অচেনা আমি।
সূর্যাস্তকে সাক্ষী রেখে তাকিয়েছিলে তুমি।
ঠিক চিনেছিলে গোধূলির আলোতে,
আমার মুখখানা রাঙিয়েছিলো লজ্জাতে ,
আমায় শার্ট-জিন্স এর ড্রেস এ দেখে ,
অবাক চোখে তুমি দাঁড়িয়েছিলে থমকে।
বছরের শেষ দিনের শেষ আলোয় ,
তোমায় আমায় লাগছিলো ভালোই।
বিকেল থেকেই মন বলছিলো আপন কেও আসবে ,
গোধূলির মৃদু আলোয় আমায় তার ভালোবাসায় রাঙাবে।
সত্যি, মন ঠিক বুঝেছিলো।
তোমায় আমায় একসাথে বেশ লাগছিলো।
সেদিন তোমার আমার মাঝে শুধুই ভালোবাসা ছিল,
আর আজ নয়টা বছর পর ,
আছে শুধুই দায়িত্বের বাঁধন।
দায়িত্বের সুতোতে যদি ভালোবাসার ছোঁয়া থাকতো,
দায়িত্বগুলো আরো ভালো, নিখুঁত ভাবে পালন হতো।
ভালোবাসা নিজে কখন পালিয়ে গিয়ে ,
রেখে গেছে দায়িত্ব তোমার আর আমার মাঝে।
তাইতো আজ জীবনখানা বড্ড ভারী লাগে ,
একঘেঁয়ে লাগে ,বিষাদগ্রস্ত লাগে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ