একলা

যখন তুমি একলা, কেউ নেইগো তোমার সাথে,
ঘরের বাহিরে থেকে দেখো পৃথিবীটাকে।

যখন তোমার কেবলই মনে হয়,
কেন বারে বারে তোমার সাথেই এমনটা হয়,
খুলে দাও জানালা ,মেখে নাও বাহিরের উষ্ণতা।
সব কিছু জানার পর মনে হবে ভালো তোমারেই জীবনটা।

যখন তোমার মনে হয় কেও নেইকো তোমার পাশে,
তুমি বাদে বাকি সক্কলে আছে কত্তো খুশিতে,
তখন তুমি মিথ্যে হলেও বলতে থাকো ভালো থাকার কথা,
দেখবে জীবন থেকে মুছে যাবে সব ব্যাথা।

যখন তুমি একলা, কেউ নেইগো তোমার সাথে,
ঘরের বাহিরে থেকে দেখো পৃথিবীটাকে।
দেখবে আরো কত্তো মানুষ আছে কত শূন্যতা নিয়ে,
তোমার চেয়েও একলা তারা ,আছে বেশ জীবনটাকে মানিয়ে।

যখন তুমি একলা, কেউ নেইগো তোমার সাথে,
ঘরের বাহিরে থেকে দেখো পৃথিবীটাকে।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাতৃভাষা

কালবৈশাখীর আগমনে

মাতৃত্ববোধ